tesr

৮০ দশকের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ ছিল ‘হিল স্ট্রিট ব্লুজস’। ১৯৮১ সাল থেকে টানা ৭ বছর সিরিজটি এনবিসি টেলিভিশনে প্রচারিত হয়। আলোচিত এই সিরিজ ২৬ বার প্রাইমটাইম এমি পুরস্কার জিতে রেকর্ড গড়ে। সেরা সিরিজ হিসেবে ঝুলিতে আরও যুক্ত হয় ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা, গোল্ডেন গ্লোবসহ একাধিক নামীদামি পুরস্কার। সেই সিরিজে ‘ফে ফুরিলো’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন বারবারা বোসন। ‘হিল স্ট্রিট ব্লুজস’খ্যাত এই অভিনেত্রী গত শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মারা যান।

অভিনেত্রী বারবারা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী বারবারা। ছবি: সংগৃহীত
কেন, কীভাবে বারবারার মারা গিয়েছেন, সেটা জানা যায়নি। তবে বারবারা দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মঙ্গলবার তাঁর মৃত্যুর তথ্য গণমাধ্যমে জানান এই অভিনেত্রীর ছেলে জেসি বোসকো। মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন জেসি। তিনি গণমাধ্যমে বলেন, ‘তোমাকে বিদায়। তবে আমাদের হৃদয় থেকে নয়। তোমাকে অনেক ভালোবাসি মা। তুমি ছিলে আমাদের কাছে অনুপ্রেরণার নাম। তোমাকে আমরা অন্তরের গভীর থেকে অনুভব করব।’

অভিনেত্রী বারবারা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী বারবারা। ছবি: সংগৃহীত
১৯৬৮ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন বারবারা। জনপ্রিয়তা নিয়েই ১৯৯৭ সালে ‘মার্ডার ওয়ান: ডায়েরি অব আ সিরিয়াল কিলার’ সিরিজ দিয়ে অভিনয়জীবনের ইতি টানেন। হঠাৎ করে এই বিদায় ছিল। কেন বিদায় নিয়েছেন, সেটা জানা যায়নি। তবে সে বছর তাঁর ডিভোর্স হয়। তিনি ১৯৭০ সালে প্রযোজক স্টিভেন বাসকোকে বিয়ে করেছিলেন। ডিভোর্সের পর বারবারা দুই সন্তানকে নিয়েই থাকতেন।

অভিনেত্রী বারবারা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী বারবারা। ছবি: সংগৃহীত
বারবারার জন্ম ১৯৩৯ সালে পেনসিলভানিয়ায়। এই অভিনেত্রী ১৯৬৮ সালে ক্রাইম থ্রিলার সিনেমা ‘বুলিট’ দিয়ে অভিনয়ে নাম লেখান। দীর্ঘ ক্যারিয়ারে ‘মার্ডার ওয়ান’, ‘কপ রক’, ‘দ্য লাস্ট স্টার ফাইটার’সহ একাধিক সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন। ছয়বার প্রাইম টাইম এমিতে মনোনয়ন পেয়েছিলেন বারবারা। এর মধ্যে শুধু ‘হিল স্ট্রিট ব্লুজস’–এর সেরা পার্শ্ব চরিত্রের জন্যই পাঁচবার মনোনয়ন পান। আরেকবার ‘মার্ডার ওয়ান’ দিয়ে এমিতে মনোনয়ন পান।

হলিউড থেকে আরও পড়ুন

Copy

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *